কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩০): এক লোক তার কোনো জমি আমার কাছে রেখে ১ লক্ষ টাকা নিয়ে যায় এ শর্তে যে, পরবর্তীতে যতদিন এ টাকা ফেরত দিতে না পারবে ততদিন তার জমি আমি ব্যবহার করব। এ জমির আয় কি আমার জন্য হারাম হবে?

উত্তরএমন চুক্তির নাম বন্ধক। এমন পদ্ধতির বন্ধক হারাম। তাই এ শর্তে টাকা ধার দিয়ে জমির আয় গ্রহণ করা হারাম। তার জমি বন্ধক হিসেবে রাখা যেতে পারে ঋণদাতার সম্পদের সুরক্ষার কথা বিবেচনা করে; জমি ব্যবহার করে আয় করার জন্য নয়। আল্লাহ তাআলা বলেন, ‘যদি তোমরা সফরে থাক আর লিখে রাখার মতো কোনো লেখক না পাও, তাহলে (নিরাপত্তাস্বরূপ) বন্ধক রাখো...’ (আল-বাকারা, ২/২৮৩)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, «‌كُلُّ ‌قَرْضٍ ‌جَرَّ مَنْفَعَةً، فَهُوَ رِبًا» ‘যে ঋণ মুনাফা বয়ে আনে, সেটাই এক প্রকার সূদ’ (বায়হাক্বী, সুনানে কুবরা, ১১/২৯৪/১১০৩৭, সমর্থক হাদীছ থাকার কারণে হাসান হাদীছ)।

প্রশ্নকারী : মো. সোলাইমান

নীলক্ষেত, ঢাকা-১২০৫।


Magazine