কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৮) : ‘নূরনবী’ নাম রাখা কি ঠিক?

উত্তর : এমন নাম রাখা যাবে না যার অর্থ সুন্দর নয় এবং আক্বীদা বিনষ্টকারী। ‘নূরনবী’ অর্থ নূরের নবী। এ নাম মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–এর ক্ষেত্রে এই বিশ্বাস থেকে বলা হয়ে থাক যে, তিনি নূরের তৈরি বা তিনি আল্লাহর নূরের অংশ ‘নাউযুবিল্লাহ’ যা সরাসরি শিরক। মহান আল্লাহ বলেন, ‘বলুন! আমি কেবল তোমাদের মতই একজন মানুষ’ (আল-কাহাফ, ১১০)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমি তোমাদের মতই একজন মানুষ। তোমরা যেমন ভুল কর তেমন আমিও ভুল করি (তবে তিনি অহীর ক্ষেত্রে কোনো ভুল করেননি)। তবে যদি আমি ভুলে যাই তাহলে তোমরা আমাকে স্মরণ করিয়ে দিবে’ (ছহীহ বুখারী, হা/৪০১; ছহীহ মুসলিম, হা/৫৭২)। অসতর্কতা বা অজ্ঞতা বসত কারো এমন নাম যদি রেখে দেওয়া হয়ে থাকে, তাহলে তার এই নাম পরিবর্তন করে সুন্দর অর্থপূর্ণ নাম রাখা জরুরী। ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলার আছিয়া (অবাধ্য) নাম পরিবর্তন করে জামিলা (সুন্দরী) রেখেছিলেন (ছহীহ মুসলিম, হা/২১৩৯; তিরমিযী, হা/২৮৩৮)।

-আব্দুল্লাহ আল ফাহাদ

ফতুল্লা, নারায়নগঞ্জ।


Magazine