উত্তর: না, এমন দাওয়াত কবুল করা যাবে না। কেননা অন্যায়ের প্রতিবাদ করার সক্ষমতা না থাকলে সেখানে যাওয়া ও সেখানে অবস্থান করাও জায়েয নয়। আব্দুল্লাহ ইবনু উমার রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, জিবরীল আলাইহিস সালাম (একবার) নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট আগমনের ওয়াদা করেন। কিন্তু তিনি আসতে দেরি করেন। এতে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-
এর খুবই কষ্ট হচ্ছিল। এরপর নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে পড়লেন। তখন জিবরীল আলাইহিস সালাম-এর সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘটল। তিনি যে মনোকষ্ট পেয়েছিলেন সে বিষয়ে তাঁর কাছে বর্ণনা করলেন। তখন জিবরীল আলাইহিস সালাম বললেন, যে ঘরে ছবি বা কুকুর থাকে সে ঘরে আমরা প্রবেশ করি না (ছহীহ বুখারী, হা/৫৯৬০)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে কোনো বালিশ বা গদিতে ছবি দেখে দরজার বাহিরেই দাঁড়িয়ে থেকেছেন, ভেতরে প্রবশে করেননি (ছহীহ বুখারী, হা/৫১৮১)। ছবিযুক্ত কাপড় দেখে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাযিয়াল্লাহু আনহু-এর বাড়ি থেকে ফিরে এসেছেন, দাওয়াত গ্রহণ করেননি (ইবনু মাজাহ, হা/৩৩৬০)। আর যদি সেই দাওয়াতে গিয়ে অন্যায় কাজগুলো দূর করার সক্ষমতা থাকে, তাহলে সেই দাওয়াতে গিয়ে অন্যায় দূর করা আবশ্যক হয়ে যাবে (আল মুগনী, ৭/২৭৯)।