উত্তর : আকীকার গোশত ব্যক্তির নিজস্ব গোশত। তা রান্না করে নিজে খাওয়া এবং আত্মীয়স্বজন, প্রতিবেশী ও মিসকীনদেরকে খাওয়াতে পারে বা কাঁচা গোশতও বিতরণ করতে পারে। আকীকাকে কেন্দ্র করে আনুষ্ঠানিকতার কোনো দলীল কুরআন ও হাদীছে পাওয়া যায় না। তবে কেউ করতে চাইলে সেটা লৌকিকতা ও আড়ম্বরমুক্ত হতে হবে। আগত মেহমানগণ থেকে কোনো হাদিয়া গ্রহণ করা যাবে না (মুসনাদে আহমাদ, হা/২১০৮২; আল-মুগনী, ৯/৪৬৩)।
-মো. মিনহাজ পারভেজ
হড়গ্ৰাম, রাজশাহী।