কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১০) : কোনো ব্যক্তি যদি রামাযানের রাত্রিতে স্ত্রী সহবাস করে ঘুমিয়ে যায় এবং অপবিত্র অবস্থায় সাহারী খেয়ে ছিয়াম রাখে, তাহলে উক্ত ছিয়াম শুদ্ধ হবে কি?

উত্তর : হ্যাঁ, উক্ত ছিয়াম শুদ্ধ হবে। কারণ রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কখনো কখনো অপবিত্র অবস্থায় ফজর করতেন। অতঃপর ছিয়াম রাখতেন। আয়েশা রাযিয়াল্লাহু আনহা ও উম্মে সালামা রাযিয়াল্লাহু আনহা বলেছেন, নিজ স্ত্রীর সাথে মিলনজনিত জুনুবী অবস্থায় রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ফজর হয়ে যেত। তখন তিনি গোসল করতেন এবং ছিয়াম রাখতেন’ (ছহীহ বুখারী, হা/১৯২৬; তিরমিযী, হা/৭৭৯)।

আব্দুছ ছামাদ

ডাকবাংলা, মেহেরপুর।

Magazine