উত্তর: ইযতেবা হলো চাদর ডানপাশের বগলের নিচ দিয়ে বাম কাঁধের ওপরে দেওয়া। ইযতেবা শুধু তাওয়াফে কুদূমে আর সাত চক্করেই করতে হবে। এ তাওয়াফের আগেও করা হবে না, পরেও করা হবে না। তাওয়াফ চলাকালীন ছালাত শুরু হলে কাঁধ ঢেকে নিতে হবে। ছালাত শেষ হলে আবার কাঁধ উন্মুক্ত করে দিতে হবে। আর সাত চক্কর শেষ হলে কাঁধ ঢেকে দিতে হবে। ইয়ালা ইবনু উমায়্যাহ রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সবুজ চাদর ইযতেবারূপে গায়ে দিয়ে তাওয়াফ করেছিলেন (আবূ দাঊদ, হা/১৮৮৩)। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ছাহাবীগণ ‘জি‘রানা’ নামক স্থান থেকে ইহরাম বেঁধে উমরা করেছিলেন। তাওয়াফের সময় তিন চক্করে রমল করেছিলেন আর চাদরগুলো ডান বগলের নিচ দিয়ে নিয়ে বাম কাঁধের ওপর রেখেছিলেন (আবূ দাঊদ, হা/১৮৯০)।
প্রশ্নকারী : আব্দুল আযীয
রংপুর।