কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১১) : প্রস্রাব করার পর ফোঁটা ফোঁটা প্রস্রাব পড়ে, এমতাবস্থায় আমি কি ছালাত আদায় করতে পারব আর যদি তা না পারি তাহলে এর বিধান কী?

উত্তর : চিকিৎসা সত্ত্বেও অবস্থার উন্নতি না হলে ছালাতের কোনো ক্ষতি হবে না। মুস্তাহাযা মহিলা (মাসিকের নির্ধারিত সময়ের পর যাদের ঋতুস্রাব হয়) কিংবা ফোঁটা ফোঁটা পেশাব অথবা বায়ু নির্গত হয় এমন নারী-পুরুষ প্রত্যেক ছালাতের জন্য ওযূ করে নিলেই যথেষ্ট হবে (আবূ দাঊদ, হা/২৮৬, মিশকাত, হা/৫৫৮)।

প্রশ্নকারী : ইমরান আলী

গাইবান্ধা।


Magazine