কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৯) : ওযূর পরে উটের গোশত খেলে পুনরায় ওযূ করতে হয়। এর মৌলিক কোনো কারণ আছে কি?

উত্তর : জাবের ইবনু সামুরা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, জনৈক ব্যক্তি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল! আমরা কি উটের গোশত খেয়ে ওযূ করব? রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘হ্যাঁ, উটের গোশত খেয়ে ওযূ করবে’ (ছহীহ মুসলিম, হা/৩৬০; মিশকাত, হা/৩০৫)। কিন্তু উটের গোশত খেলে কেন ওযূ করতে হয় এই ব্যাপারে মতের ভিন্নতা রয়েছে। ইমাম আলাউদ্দীন মারদাবী রাহিমাহুল্লাহ বলেছেন, এর কোনো কারণ নেই। বরং বিষয়টি তাআব্বুদী তথা ইবাদতধর্মী ব্যাপার। ওযূর আদেশ দেওয়া হয়েছে, তাই করতে হবে (আল-ইনছাফ, ১/৩৫৫)। অপরদিকে কেউ কেউ বিষয়টিকে তাআল্লুলী বা কারণভিত্তিক বলে মত দিয়েছেন। তাদের মতে ওযূর আদেশ দেওয়ার কারণ হলো, উটের মধ্যে শয়তানী প্রবৃত্তি আছে (আবূ দাঊদ, হা/১৮৪; ইবনু মাজাহ, হা/৭৬৯)। তাই ওযূর মাধ্যমে শয়তানী প্রবৃত্তি ও শয়তানী শক্তিকে বিনাশ করে দিতে হবে। শায়খুল ইসলাম ইবনু তায়মিয়্যা রাহিমাহুল্লাহ এমনই মত ব্যক্ত করেছেন (শারহু উমদাতিল ফিক্বহ, ১/১৮৫; মাজমূআতুল ফাতাওয়া, ২০/৫২৩)। ইমাম ইবনুল ক্বাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, উটের গোশত শিরা-উপশিরায় প্রচণ্ড প্রভাব ফেলে এবং রক্ত গরম করে দেয়। আর ওযূ তা ঠান্ডা করতে সাহায্য করে (এ‘লামুল মুওয়াক্কিঈন, ২/৪০)। কোনো কোনো বিদ্বান মনে করেন যে, এখানে ওযূ দ্বারা হাত-মুখ ধৌত করা উদ্দেশ্য, শারঈ ওযূ নয়। সর্বোপরি, ওযূ করা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আদেশ। তাই কোনো হিকমত না জানা গেলেও তার প্রতি আমল করা জরুরী (আল-আহযাব, ৩৩/৩৬)।

প্রশ্নকারী : শাকিল হোসাইন

চরগগনপুর, জামালপুর সদর।


Magazine