উত্তর: মাঠে গিয়ে পানি চাওয়ার জন্য ইসতিসকার ছালাতে হাত উল্টা করে দু‘আ করা সুন্নাত। আনাস ইবনু মালিক রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি প্রার্থনা করেছেন এবং দু‘আর সময় তিনি উভয় হাতের পিঠ দ্বারা আকাশের দিকে ইশারা করেছেন (ছহীহ মুসলিম, হা/৮৯৬)। আনাস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বৃষ্টি বর্ষণের জন্য দু‘আ করেন অর্থাৎ তিনি তাঁর দুই হাত প্রসারিত করেন এবং হাতের ভিতরের অংশ মাটির দিকে রাখেন, এমনকি আমি তাঁর বগলের সাদা অংশ দেখতে পাই (আবূ দাঊদ, হা/১১৭১)। আরেক বর্ণনায় আছে, দাঁড়িয়ে সামনে দুই হাত উত্তোলন করেন (আবূ দাউদ, হা/১১৬৮)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাত উত্তোলনের মাধ্যমে দু‘আ করেছেন। তাই এভাবেই ইসতিসকায় দু‘আ করতে হবে আর হাত উত্তোলন দু‘আ কবুলের একটি মাধ্যম। কেননা খালি হাত ফেরত দিতে আল্লাহ লজ্জাবোধ করেন (আবূ দাঊদ, হা/১৪৮৮)।
প্রশ্নকারী : তালুকদার জাহিদুল ইসলাম জিহাদী