কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৭): ভাগা জমিতে উৎপাদিত ফসলের উশর কে দিবে? জমির মালিক নাকি কৃষক যিনি ভাগা নিয়েছেন?

উত্তর: ভাগা কিংবা আধি পদ্ধতিতে জমি আবাদ করা হলে সেই জমি থেকে উৎপাদিত ফসলের যাকাত তথা উশর মালিক ও চাষী উভয়কেই দিতে হবে, যদি উভয়ের অংশ নিছাব পরিমাণ (১৮ মণ ৩০ কেজি) হয়। তবে যদি কারও অংশই নিছাব পরিমাণ না হয়, তাহলে কাউকেই যাকাত দিতে হবে না (আল-মুগনী, ৫/৩০৪)।

প্রশ্নকারী : মাকবূলহোসেন

চাঁপাইনবাবগঞ্জ।


Magazine