উত্তর: স্বামীর মৃত্যু হলে সাদা কাপড় পরার বাধ্যবাধকতা এবং একে আবশ্যক মনে করা একটি কুসংস্কার। এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। বরং এসময়ে চার মাস দশ দিন সব ধরনের সাজসজ্জা থেকে বিরত থাকতে হবে। উম্মু আতিয়্যা রযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো মৃত ব্যক্তির জন্য আমাদের তিন দিনের অধিক শোক পালন করা হতে নিষেধ করা হতো। কিন্তু স্বামীর ক্ষেত্রে চার মাস দশদিন (শোক পালনের অনুমতি ছিল)। তখন আমাদের সুরমা লাগাতে, সুগন্ধি ব্যবহার করতে, হালকা রঙের রঙিন কাপড় ছাড়া যেন অন্য কাপড় পরতে নিষেধ করা হতো (ছহীহ বুখারী, হা/৩১৩)।
প্রশ্নকারী : বাদল সরকার
কিশোরগঞ্জ।