কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩০): নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান, মেম্বার মানুষকে টাকা দেয় এগুলো নেওয়া কি বৈধ? আবার নির্বাচনী প্রচারের সময় মানুষকে খাওয়ানো হয়। এগুলো খাওয়া কি জায়েয?

উত্তর: গণতন্ত্র একটি কুফরী ও তাগূতী মতবাদ। যা থেকে একজন প্রকৃত মুমিনকে সর্বদিক থেকে বিরত থাকা আবশ্যক। মহান আল্লাহ বলেন, ‘যে ব্যক্তি তাগূতকে অস্বীকার করল এবং আল্লাহর প্রতি ঈমান আনল, সে এক মজবুত রশি ধারণ করল যা ছিড়ে যাবার নয়’ (আল-বাকারা, ২/২৫৬)। সুতরাং এই কুফরী মতবাদের আদলে নির্বাচন করার জন্য কেউ টাকা-পয়সা ও খাবার খাওয়াতে চাইলে তা বর্জন করতে হবে। তা গ্রহণ করলে তাদের কাজের সহযোগিতার নামান্তর হবে, যা সম্পূর্ণ নিষিদ্ধ। মহান আল্লাহ বলেন, ‘তোমরা পুণ্য ও তাক্বওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো, পাপ ও সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)।

প্রশ্নকারী : আমিনুর রহমান

দুপচাঁচিয়া, বগুড়া।


Magazine