উত্তর : না, এমন পশু দ্বারা কুরবানী বৈধ হবে না। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খোড়া জন্তু যার খোড়ামী স্পষ্টভাবে প্রকাশিত, অন্ধ পশু যার অন্ধত্ব স্পষ্টভাবে প্রকাশিত, রুগ্ন পশু যার রোগ স্পষ্টভাবে প্রকাশিত এবং দুর্বল ও ক্ষীণকায় পশু যার হাড়ের মজ্জা পর্যন্ত শুকিয়ে গেছে এধরনের পশু দ্বারা কুরবানী করা যাবে না (আবূ দাউদ, হা/২৮০২, তিরমিযী, হা/১৪৯৭)।
প্রশ্নকারী : রাশেদ রায়হান
রাজশাহী।