উত্তর: এমতাবস্থায় শুধু সূরা ফাতেহা পড়তে হবে। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দুই রাকআতে সূরা ফাতেহার সাথে অন্য সূরা মিলাতেন। কিন্তু শেষ দুই রাকআতে শুধু সূরা ফাতেহা পড়তেন। আবূ কাতাদা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর ও আছরের প্রথম দুই রাকআতে সূরা ফাতিহার সাথে আর একটি করে সূরা পড়তেন। আর কখনো কখনো কোনো আয়াত আমাদের শুনিয়ে পড়তেন (ছহীহ বুখারী, হা/৭৬২)। আবূ কাতাদা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের প্রথম দুই রাকআতে সূরা ফাতিহার সঙ্গে আরও দুটি সূরা পাঠ করতেন। প্রথম রাকআতে দীর্ঘ করতেন এবং দ্বিতীয় রাকআত সংক্ষেপ করতেন (ছহীহ বুখারী, হা/৭৫৯)। তবে অন্য সূরা চাইলে পড়তে পারে (ছহীহ মুসলিম, হা/৪৫২)।
প্রশ্নকারী : মোস্তফা আব্বাসী
ঢাকা।