কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৯) : করোনা ভাইরাসের কারণে ঈদের ছালাত মাঠে আদায় না করা গেলে করণীয় কী?

উত্তর : ‘কোনো সমস্যাকে লক্ষ্য করে ঈদের ছালাত জামাআতবদ্ধভাবে খোলা মাঠে আদায় করা যাবে না’-মর্মে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছাহাবায়ে কেরাম, তাবেঈনে ইযাম ও তাবে-তাবেঈ থেকে কোনো প্রমাণ নেই। অতএব, করোনাকে হিসাব করে এতবড় গুরুত্বপূর্ণ সুন্নাতকে পরিত্যাগ করা যাবে না। বরং তা জামাআতবদ্ধভাবে মাঠেই আদায় করতে হবে। কেননা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মতো স্থানকে ত্যাগ করে প্রায় ৫০০ গজ দূরে গিয়ে খোলা ময়দানে ঈদের ছালাত আদায় করতেন (যাদুল মাআদ, ১/৪২৫; ছহীহ বুখারী, হা/৯৫৬, ‘মিম্বার না নিয়ে ঈদের মাঠে গমন’ অধ্যায়, অনুচ্ছেদ-৬)। তবে সরকারি নিষেধাজ্ঞার কারণে মাঠে আদায় করা না গেলে নিজ বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে ঈদের ছালাতের মতোই ১২ তাকবীরসহ ঈদের দুই রাকআত ছালাত আদায় করবে (ছহীহ বুখারী, ‘যার ঈদের ছালাত ছুটে গেছে এবং যারা বাড়িতে ও গ্রামে আছে তাদের ঈদের ছালাত’ অধ্যায়)। 

-মামুনুর রশীদ

সাভার, ঢাকা।

Magazine