কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৬) : ফেসবুকে জন্মদিন উইশ (শুভ কামনা জানানো) করা কতটুকু শরীআতসম্মত?

উত্তরজন্মদিন পালন করা এবং এ উপলক্ষে উইশ (wisরযিয়াল্লাহু আনহুমা) করা বা শুভকামনা জানানো কিংবা উপহার প্রদান করা জায়েয নয়। কেননা তা অমুসলিমদের সংস্কৃতি। ইসলামে অমুসলিমদের অনুসরণ-অনুকরণ করা কঠোরভাবে নিষেধ করা হয়েছে। হোক তা ইবাদতের ক্ষেত্রে কিংবা আচার-আচরণ, পোশাক-পরিচ্ছদ, রীতি-নীতি বা কৃষ্টি-কালচারের ক্ষেত্রে হোক। আব্দুল্লাহ ইবনু উমার রযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল স. বলেছেন: مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ ‘যে কেউ অন্য জাতির সাদৃশ্য অবলম্বন করে, সে তাদেরই দলভুক্ত বলে গণ্য হবে’ (আবূ দাউদ, হা/৪০৩১)। সুতরাং এ উপলক্ষে কাউকে উইশ (wisরযিয়াল্লাহু আনহুমা) করা, শুভেচ্ছা বার্তা পাঠানো, গিফট দেয়া, কেক কাটা, মোমবাতি জ্বালানো বা ফুঁ দিয়ে নিভানো, বিশেষ খাওয়া-দাওয়ার আয়োজন করা, জন্ম দিনের পার্টি করা সবই হারাম।

প্রশ্নকারী : আব্দুল খালেক

 রাজশাহী।


Magazine