কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৯) : কবরের গভীরতার ব্যাপারে শরীআতের কোনো নির্দেশনা আছে কি?

উত্তরকবরকে গভীর করা সুন্নাত। হিশাম ইবনু আমের রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা উহুদ যুদ্ধের দিন রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে অভিযোগ করলাম যে, প্রত্যেকের জন্য কবর খনন করাতো কষ্টসাধ্য ব্যাপার। ‍উত্তরে বললেন, ‘তোমরা (কবরকে) খনন কর, গভীর কর এবং সুন্দর কর’ (নাসাঈ, হা/২০১০)। এছাড়াও রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসে কবর খননকারীকে বলেছিলেন, ‘‍তুমি মাথা ও উভয় পায়ের দিক প্রসস্থ কর’ (মুসনাদে আহমাদ, হা/২৩৫১২)। কেননা ‍উক্ত হাদীছদ্বয় দ্বারা বুঝা যায় যে, কবরের গভীরতা বেশি করাই ভালো। যার মাধ্যমে তার দূর্গন্ধ ও পশু-পাখীর ক্ষতি হতে লাশ নিরাপদে থাকবে। তবে কবরের গভীরতার নির্দিষ্ট কোনো সীমা নেই। চাই তা পুরুষ, মহিলা, ছোট-বড় যার জন্যই হোক না কেন (আশ-শারহুল মুমতে‘, ৫/৩৬০)।

প্রশ্নকারী : আক্বীমুল ইসলাম

জোতপাড়া, ঠাকুরগাঁও।


Magazine