কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৯): আমরা তিন ভাই, দুইবোন। বড় ভাই এবং বোনদের বিয়ে হয়েছে। আর আমি ও আমার ছোট ভাই মাদরাসায় পড়ি। আমাদের বাড়ি-ভিটা ছাড়া একটি চাষের জমি আছে, যেটা আমাদের পরিবারের আয়ের উৎস। এমতাবস্থায় আমার বড় ভাই সেই জমিতে তার ওয়ারিছের অংশ নিয়ে বাড়ি বানাতে চায়। আমার প্রশ্ন হলো, উক্ত জমি কি সে এখনই ওয়ারিছ হিসেবে পাওয়ার অধিকার রাখে? কেননা আমার বাবা-মা জীবিত আছেন।

উত্তর: এখন বণ্টন হবে না। তবে কোনো মানুষ তার সন্তানকে স্থায়ী কিছু অর্থসম্পদ দিতে চাইলে অংশ হারে দিতে হবে, বিশেষ কোনো একজনকে দেওয়া যাবে না। নু‘মান ইবনু বাশীর রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমার পিতা আমাকে কিছু দান করেছিলেন। তখন (আমার মাতা) আমরা বিনতে রাওয়াহা রাযিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সাক্ষী রাখা ব্যতীত সম্মত নই। তখন তিনি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট আসলেন এবং বললেন, আমরা বিনতে রাওয়াহার গর্ভজাত আমার পুত্রকে কিছু দান করেছি। হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আপনাকে সাক্ষী রাখার জন্য সে আমাকে বলেছে। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, ‘তোমার সব ছেলেকেই কি এ রকম করেছ?’ তিনি বললেন, না। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তবে আল্লাহকে ভয় করো এবং আপন সন্তানদের মাঝে সমতা রক্ষা করো’। নু‘মান রাযিয়াল্লাহু আনহু বলেন, অতঃপর তিনি ফিরে গেলেন এবং তার দান ফিরিয়ে নিলেন (ছহীহ বুখারী, হা/২৫৮৭; ছহীহ মুসলিম, হা/১৬২৩)।

প্রশ্নকারী : আব্দুল্লাহ আল-মুবিন

ফুলবাড়িয়া, ময়মনসিংহ।


Magazine