উত্তর : ডিপিএস এর মাধ্যমে সম্পদ জমানো স্পষ্ট সূদ, যা সম্পূর্ণরূপে হারাম (আল বাক্বারা, ২৭৫)। সেক্ষেত্রে বিনিয়োগকৃত মূলধনের যাকাত দিতে হবে। তবে অতিরিক্ত সূদের কোনো যাকাত হবে না। কারণ রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহ পবিত্র। তিনি পবিত্র বস্তু ছাড়া গ্রহণ করেন না’ (ছহীহ মুসলিম, হা/১০১৫; মিশকাত, হা/২৭৬০)। সুতরাং যত দ্রুত সম্ভব হারাম থেকে মুক্তিলাভের জন্য নেকীর উদ্দেশ্য ছাড়া সূদের অতিরিক্ত লাভকে জনকল্যাণমূলক কাজে দান করে দিতে হবে। আমরা জানি যাকাত দিতে হয় হালাল সম্পদকে পবিত্র করার জন্য। আর সূদের মাল তো পুরোটাই হারাম। তাকে পবিত্র করার কি আছে?।
সৈয়দা নাজনীন আক্তার
৭১৪ পূর্ব মানিকদী, ক্যান্টনমেন্ট, ঢাকা ১২০৬।