কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৮) : কোনো মহিলা তার স্বামীর থেকে তালাক হওয়ার পরে অন্যত্র বিবাহ হয় এবং সেখানে তার কয়েকটা সন্তান হয়। কিন্তু আগের স্বামীর পক্ষ থেকেও তার সন্তান আছে। এখন প্রশ্ন হলো, এই মহিলা মারা গেলে কি আগের স্বামীর পক্ষের সন্তানরা তার মীরাছ পাবে?

উত্তর : হ্যাঁ, আগের স্বামীর সন্তানরাও তার মীরাছ পাবে। কেননা আগের স্বামীর সাথে তার সংসার থাক বা না থাক, তার অন্যত্র বিবাহ হোক বা না হোক আগের স্বামীর সন্তানদের সে সবসময়ই মা। মাতৃত্ব থেকে সে মুক্ত হতে পারে না। আর যেই সন্তানদের সে মা, সেই সন্তানরা তার মীরাছ পাবে। আল্লাহ তাআলা বলেন, ‘তোমাদের স্ত্রীদের পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক তোমাদের জন্য, যদি তাদের (স্ত্রীদের) কোনো সন্তান না থাকে এবং তাদের সন্তান থাকলে তোমাদের জন্য তাদের পরিত্যক্ত সম্পত্তির চার ভাগের এক ভাগ; অছিয়ত পালন এবং ঋণ পরিশোধের পর’ (আন-নিসা, ৪/১২)। এখানে তাদের সন্তানের মধ্যে আগের স্বামীর সন্তানরাও এর অন্তর্ভুক্ত। সুতরাং আগের স্বামীর সন্তানরাও সেই মহিলার মীরাছ পাবে।

প্রশ্নকারী : তানভীর

ঢাকা।


Magazine