কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১) : মহান আল্লাহ কি কখনো মুহূর্তের জন্য ও পৃথিবীতে এসেছেন?

উত্তর : মহান আল্লাহ আরশে সমুন্নত (সূরা ত্বহা, ৪)। তবে তিনি পৃথিবীতে নয়। বরং প্রতি রাতেই দুনিয়ার নিকটবর্তী আসমানে নেমে আসেন। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকতে দুনিয়ার নিকটবর্তী আসমানে অবতরণ করে ঘোষণা করতে থাকেন, কে আছে এমন, যে আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দিব। কে আছে এমন যে, আমার নিকট চাইবে? আমি তাকে তা দিব। কে আছে এমন আমার নিকট ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করব (ছহীহ বুখারী, হা/১১৪৫; ছাহীহ মুসলিম, হা/৭৫৮)। তবে তাঁর এই আসমানে অবতরণের ধরন ও প্রকৃতি মানুষের জ্ঞানের বহির্ভুত বিষয়। বরং তার পবিত্র স্বকীয় সত্তার জন্য যেভাবে শোভন সেই ভাবেই সেটা হয়ে থাকে।

প্রশ্নকারী : আব্দুর রহমান

দিনাজপুর। 


Magazine