কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৮) : আমার এলাকায় পীরের প্রাদুর্ভাব এত বেশি যে, দুই ঈদ ও জুমআর দিন তাদের সম্পর্কে প্রশংসামূলক বাক্য বলে খুৎবা শুরু করতে হয়। তারা পীরের পায়ে সিজদা করে এবং মসজিদ বাদ দিয়ে পীরের আস্তানায় আযান দিয়ে ৫ ওয়াক্ত ছালাত পড়ে। এদের পিছনে কি ছালাত হবে?

উত্তর : এ জাতীয় কর্মকাণ্ডে অভ্যস্ত ব্যক্তিরা শিরকে নিমজ্জিত। কেননা সাধারণভাবে কোনো ব্যক্তির গুণ-সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার এতখানি প্রশংসাও করা যায় না যাতে তার ব্যক্তিত্বকেই অসাধারণভাবে বড় করে তোলা হয় এবং সে আল্লাহর সমকক্ষতার পর্যায়ে পৌঁছে যায়। মূলত এইরূপ প্রশংসাই মানুষকে তাদের পূজার কঠিন পাপে নিমজ্জিত করে। সে জন্য রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ঈমানদার ব্যক্তিকে বলেছেন, ‘যখন অধিক প্রশংসাকারীদেরকে দেখবে, তখন তাদের মুখের উপর ধূলি নিক্ষেপ করো’ (ছহীহ মুসলিম, হা/৩০০২)। দ্বিতীয়ত, সিজদা হবে একমাত্র আল্লাহর জন্য (আন-নাজম, ৫৩/৬২)। আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা বৈধ নয়। বরং তা স্পষ্ট শিরক। কারণ আল্লাহ ব্যতীত অন্য কোনো লোকের প্রতি সিজদা করার কোনো সুযোগ নেই (তিরমিযী, হা/১১৫৯; ইবনু মাজাহ, হা/১৮৫৩)। তাই যারা শিরকের মতো এমন জঘন্য পাপে লিপ্ত তাদের পিছনে ছালাত আদায় করা যাবে না। কারণ এ ধরনের শিরকের সাথে জড়িত থাকলে ঈমান, আমল ও ইসলাম কিছুই অবশিষ্ট থাকে না (আল-মায়েদা, ৫/৭২)।

প্রশ্নকারী : আব্দুর রউফ মন্ডল

কালাই, জয়পুরহাট।


Magazine