কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৭): কোনো এক মসজিদের অনেক জায়গায় দোকান করে দেওয়া হয়েছে। সেখানে বিড়ি, সিগারেট, জর্দা বিক্রি হয়। এই দোকান ভাড়া মসজিদের কাজে ব‍্যয় হয়। সেই মসজিদে ছালাত আদায় করা কি জায়েয?

উত্তর: মসজিদ হালাল অর্থ দিয়েই নির্মাণ করতে হবে। দোকানগুলো এমন লোককে ভাড়া দিতে হবে যারা অবৈধ কোনো পণ্য ক্রয়-বিক্রয় করবে না। মসজিদ আল্লাহর ঘর। তাই তা আবাদ করবে মুমিন-মুত্তাক্বী বান্দাগণ (আত-তাওবা, ৯/১৮)। মক্কার মুশরিকরা যখন কা‘বা ঘর পুনর্নির্মাণ করে, তখন অমুসলিম হওয়া সত্ত্বেও তারা হালাল অর্থ ছাড়া কোনো হারাম অর্থ তাতে কাজে লাগায়নি। এমনকি হালাল অর্থের সঙ্কট দেখা দিলে তারা মসজিদের সীমানা কমিয়ে দিয়েছিল। তথাপি হারাম অর্থ মিশ্রণ করেনি। সুতরাং মসজিদের মালিকানাধীন দোকানে যেন কোনো হারাম বস্তু ক্রয়-বিক্রয় না হয় তা মসজিদ কমিটিকে নিশ্চিত করতে হবে। কিন্তু মসজিদের মুছল্লীদের ছালাত বিশুদ্ধ হবে।

প্রশ্নকারী : আব্দুল মুকিত

নাটোর, নলডাঙ্গা।

Magazine