কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১০) : কোনো মেয়ে ঋতু থেকে এমন সময় পবিত্র হয়েছে যে, সে ঠাণ্ডা জ্বরেআক্রান্ত। এমতাবস্থায় সে তায়াম্মুম করে ছালাত পড়তে পারবে কি? এক্ষেত্রে কিতাকে সুগন্ধি ব্যবহার করতে হবে?

উত্তর: পানি ব্যবহারে রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকলে তায়াম্মুম করে ছালাত আদায় করবে। মহান আল্লাহ বলেন, ‘যদি তোমরা রুগ্ন হও, অথবা সফরে থাক অথবা তোমাদের কেউ প্রসাব-পায়খানা সেরে আসে অথবা তোমরা স্ত্রী সহবাস কর, অতঃপর পানি না পাও, তাহলে তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও... (আন-নিসা, ৪/৪৩)। জাবের রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা কোনো এক সফরে বের হলাম। অতঃপর আমাদের কোনো এক ব্যক্তির মাথায় পাথর লেগে জখম হয়ে যায়। অতঃপর তার স্বপ্নদোষ হয়। সে তার সাথীদের জিজ্ঞাসা করে, আমি কি তায়াম্মুম করতে পারি? তারা বলেন, যেহেতু আপনি পানি ব্যবহারে সক্ষম, তাই আপনাকে তায়াম্মুম করার অনুমতি দেয়া যায় না। অতঃপর লোকটি গোসল করল এবং মৃত্যুবরণ করল। সফর হতে ফেরার পর রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আমরা ঘটনা সম্পর্কে অবগত করালাম। তিনি বললেন, তার সাথীরা তাকে হত্যা করেছে, আল্লাহ তাদের ধ্বংস করুক!.. (আবূ দাঊদ, হা/৩৩৬; মিশকাত, হা/৫৩১)। বাড়িতে হলে সুগদ্ধি ব্যবহার করতে পারে। আয়েশা রযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, জনৈকা মহিলা আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে হায়েযের গোসল সম্পর্কে জিজ্ঞেস করলেন। তিনি তাকে গোসলের নিয়ম বলে দিলেন যে, মিস্কের সুগন্ধিযুক্ত একখন্ড কাপড় নিয়ে তা দিয়ে ভালোভাবে পাক-পবিত্রতা অর্জন করবে। মহিলা বললেন, কিভাবে পবিত্রতা অর্জন করব? আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা দিয়ে পবিত্রতা অর্জন কর। মহিলা (তৃতীয়বার) বললেন, কিভাবে? আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ! তা দিয়ে তুমি পবিত্রতা অর্জন কর। আয়েশা রযিয়াল্লাহু আনহা বলেন, তখন আমি তাকে টেনে আমার নিকট নিয়ে আসলাম এবং বললাম, তা দিয়ে রক্তের চিহ্ন বিশেষভাবে মুছে ফেল (ছহীহ বুখারী, হা/৩০৮)।

প্রশ্নকারী : আব্দুল মালেক



Magazine