কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৪) : কোন সময়ের মধ্যে আরাফাতে অবস্থান করলে তা আরাফাতে অবস্থান বলে গণ্য হবে?

উত্তর: আরাফাতে অবস্থানের সময় হলো সূর্য পশ্চিমাকাশে ঢলে যাওয়ার পর থেকে কুরবানীর দিনে ফজর পর্যন্ত। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের এই ছালাতে যে লোক শরীক হয়েছে, আমাদের সাথে ফিরে আসা পর্যন্ত অবস্থান করেছে এবং এর পূর্বে রাতে বা দিনে আরাফাতে থেকেছে তার হাজ্জ পূর্ণ হয়েছে এবং সেলোক তার অপরিচ্ছন্নতা দূর করে নিয়েছে (তিরমিযী, হা/৮৯১, আবূ দাউদ, হা/১৯৫০)।

 ইমাম শাওকানী রহিমাহুল্লাহ বলেন, অনেক ইমাম বর্ণনা করেছেন যে, এই সময়ের বিষয়ে ইজমা রয়েছে (সায়লুল জাররার, ২/১৬৫)।

প্রশ্নকারী :  আমজাদ হোসেন

ফরিদপুর।


Magazine