কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৬) : পিতা-মাতা দরিদ্র হলে তাদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে কি?

উত্তর : পিতা-মাতাকে যাকাতের মাল দেওয়া যায়েয নয়। কেননা সন্তান-সন্ততি এবং তাদের সম্পদ মূলত পিতা-মাতারই সম্পদ। আমর ইবনু শুআয়েব রযিয়াল্লাহু আনহু তার পিতার মাধ্যমে তার দাদা হতে বর্ণনা করেন। তিনি বলেন, জনৈক ব্যক্তি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে বললো, আমার নিকট ধন-সম্পদ আছে এবং আমার পিতা দরিদ্রতার দরুন আমার ধন-সম্পদের মুখাপেক্ষী। তখন তিনি বললেন, তুমি ও তোমার ধন-সম্পদ তোমার পিতার। তোমারদের সন্তান সন্ততিগণ তোমাদের উত্তম রিযিক্ব। সুতরাং তোমারা সন্তানের উপার্জন খাও’ (আবূ দাঊদ, হা/৩৫৩০; ইবনু মাজাহ, হা/২২৯২; আহমাদ, হা/৬৬৭৮; মিশকাত, হা/৩৩৫৪)।

উল্লেখ্য যে, পিতামাতা নিজ স্বাধীনতায় পরিমিতভাবে ছেলের সম্পদ থেকে ভোগ করতে পারবে। যদিও ছেলের সম্পদের ফারায়েজ অনুযায়ী মালিক ছেলে নিজেই।

প্রশ্নকারী : রিয়াদ হোসাইন, মুন্সিগঞ্জ, সদর।



Magazine