উত্তর : কুরবানী একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা আল্লাহকে সন্তুষ্ট করার অন্যতম মাধ্যম (আল-কাওছার, ১০৮/২; আল-হজ্জ, ২২/৩৭)। এর গোশত মানুষ নিজে খাবে এবং ফকীর-মিসকীনকে দিতে বাধ্য (আল-হজ্জ, ২২/৩৬)। পক্ষান্তরে আক্বীকা পিতার উপরে সন্তান প্রতিপালনের দায়িত্বসমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, যা জন্মের সপ্তম দিনে করতে হয় (আবূ দাঊদ, হা/২৮৩৭; নাসাঈ, হা/৪২২০; মিশকাত, হা/৪১৫৩)। এর গোশত ফকীর-মিসকীনকে দিতে বাধ্য নয়। বরং তা নিজে খাবে। আর ইচ্ছা করলে আত্মীয়-স্বজন ও ফকীর-মিসকীনকে দিবে।
প্রশ্নকারী : মামুন
মুরাদনগর, কুমিল্লা।