কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৯): অযূর সময় মুখে ও নাকে একসাথে পানি দিব নাকি পৃথকভাবে পানি দিব? মুখে ও নাকে একসাথে পানি দিলে আগে মুখে দিব না আগে নাকে দিব?

উত্তর: কুলি করা ও নাকে পানি দেওয়ার কাজটি এক অঞ্জলি পানি দিয়ে একসাথে করাই উত্তম। কেননা তা বহু সংখ্যক ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত। ছহীহ বুখারীতে এসেছে, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক খাবল (অঞ্জলি) পানি দিয়ে কুলি করলেন এবং নাকে পানি দিলেন (ছহীহ বুখারী, হা/১৯১)। এক্ষেত্রে আগে কুলি করবে, তারপর নাকে পানি দিবে। তবে ভিন্ন ভিন্ন পানি দিয়ে আলাদাভাবেও করা যায়। আবূ হাইআ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি আলী রাযিয়াল্লাহু আনহু-কে ওযূ করতে দেখেছি। তিনি উভয় হাতের কজি পর্যন্ত ধৌত করলেন এবং ভালোভাবে পরিষ্কার করলেন, তিনবার কুলি করলেন, তিনবার নাকে পানি দিলেন, তিনবার মুখমণ্ডল ধৌত করলেন, তিনবার করে উভয় হাত কনুই পর্যন্ত ধৌত করলেন, একবার মাথা মাসাহ করলেন এবং উভয় পা গোছা পর্যন্ত ধৌত করলেন (তিরমিযী, হা/৪৮)।

প্রশ্নকারী: মোহা. আব্দুল্লাহ আল-আমিন

মনাকষা, শিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ।

Magazine