কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪) : মৃত ব্যক্তির কবর খননকারীদের জন্য চল্লিশা ব্যতীত ভিন্ন কোনো দিনে খানাপিনার আয়োজন করা যাবে কি?

উত্তর : এ ধরনের খানাপিনার আয়োজন করার পক্ষে শারঈ কোন দিকনির্দেশনা নেই। বরং তা অজ্ঞতার যুগের প্রথা। জারীর ইবনু আব্দুল্লাহ আল-বাজালী রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা মৃত ব্যক্তির পরিবারের নিকট একত্রিত হওয়া এবং দাফনের পরে এ উপলক্ষ্যে খানাপিনার আয়োজন করাকে জাহেলী যুগের ক্রন্দন বা বিলাপ হিসাবে গণ্য করতাম (মুসনাদে আহমাদ, হা/৬৮৬৬; ইবনু মাজাহ, হা/১৬১২)। সুতরাং সামাজিকতা রক্ষার নামে এ ধরনের খানাপিনার আয়োজন করা বিদ‘আত ও অপচয়, যা পরিত্যাজ্য। আয়েশা রযিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি এমন কোনো আমল করবে যা শরী‘আতে নেই তা প্রত্যাখ্যাত’ (ছহীহ মুসলিম, হা/১৭১৮)।

প্রশ্নকারী : আব্দুল বারী, চাঁপাইনবাবগঞ্জ।



Magazine