কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৭): আমাদের মসজিদের ভেতরের জায়গা সংকীর্ণ থাকায় বা দোতলা না থাকায় মহিলাদেরকে নিয়ে তারাবীহর জামাআত করতে পারছি না। সেক্ষেত্রে মসজিদ থেকে ৫০ মিটার দূরে মসজিদের পিছনে একটি বাড়ি রয়েছে, সেখানে ছালাতের জন্য উপযুক্ত স্থান রয়েছে। সেখানে সাউন্ড সিস্টেমের মাধ্যমে বা বক্সের মাধ্যমে ইমামের সাথে জামাআত সহকারে মহিলারা কি তারাবীহর ছালাত আদায় করতে পারবে?

উত্তর: হ্যাঁ, পারবে। হাসান বছরী রাহিমাহুল্লাহ বলেন, ইমাম ও তোমার মাঝে নদীর অন্তরাল থাকলেও ছালাত আদায় করতে অসুবিধা নেই। আবূ মিজলায রাহিমাহুল্লাহ বলেন, যদি ইমামের তাকবীর শোনা যায় তাহলে ইমাম ও মুক্তাদীর মধ্যে রাস্তা বা দেয়াল থাকলেও অনুসরণ করা যায় (ছহীহ বুখারী, ১/১৪৬)। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, ইমামের অনুসরণ সঠিক হওয়ার ক্ষেত্রে শর্ত হলো, মুক্তাদীকে ইমামের গতিবিধি সম্পর্কে জানা থাকতে হবে, হোক তারা মসজিদেই ছালাত আদায় করুক অথবা অন্যত্র ছালাত আদায় করুক। আর এই বিষয়ে সকলেই একমত (আল-মাজমূ, ৪/৩০৯)। তাই সাউন্ড সিস্টেমের মাধ্যমে যেহেতু সেখান থেকেও মহিলারা ইমামের গতিবিধি বুঝতে পারবে, তাই সেখানে মহিলাদের জামাআত করাতে শারঈ কোনো বাধা নেই ইনশা-আল্লাহ। 

প্রশ্নকারী : ইউসুফ আলী

শিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ।

 

Magazine