উত্তর : প্রত্যেক আযানের সময় আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় একথা ঠিক। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, إِذَا ثُوِّبَ بِالصَّلاَةِ فُتِحَتْ أَبْوَابُ السَّمَاءِ وَاسْتُجِيبَ الدُّعَاءُ ‘অর্থাৎ যখন ছালাতের জন্য আহ্বান করা হয় তখন আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং দু‘আ কবুল করা হয় (সিলসিলা ছহীহা, হা/১৪১৩; জামে‘উল আহাদীছ, হা/১১৯৭)। তবে দরজা কিভাবে খোলা হয় আর কিভাবে বন্ধ করা হয় এটা গায়েবের বিষয়। গায়েব সম্পর্কে মহান আল্লাহ ভালো জানেন। গায়েবের জগতকে আমাদের দুনিয়ার সাথে তুলনা করে প্রশ্ন উত্থাপন করা ঈমান বিরোধী। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদেরকে বিশ্বাস করতে হবে। আর এটাই ঈমানের দাবী।
প্রশ্নকারী : শামিম আক্তার
বারজুমলা, মুর্শিদাবাদ, ভারত।