কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫) : ‘আমার পরে যদি কেউ নবী হতো, তাহলে সে হতো উমার’-এ মর্মে বর্ণিত হাদীছটি কি ছহীহ?

উত্তর : হ্যাঁ, হাদীছটি ছহীহ। এ মর্মে উক্ববা ইবনু আমের রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমার পরে কেউ নবী হলে অবশ্যই উমার ইবনুল খাত্ত্বাবই নবী হতো’ (তিরমিযী, হা/৩৬৮৬)।

প্রশ্নকারী : রোকনুযযামান

 শিবগঞ্জ, বগুড়া।


Magazine