কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৯) : অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে দায়িত্ব পালন করা যাবে কি?

উত্তর : অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে দায়িত্ব পালন করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা নেকী ও তাক্বওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো, কিন্তু পাপ ও সীমালংঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)। কেননা উমার রযিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি অন্য ক্বওমের উদযাপনে শরীক হলো সে গযবের শিকার হবে (সুনানে বায়হাক্বী, হা/১৮৬৪০)। আব্দুল্লাহ ইবনু আমর রযিয়াল্লাহু আনহু বলেছেন, ক্বিয়ামতের দিন সেই ক্বওমের সাথেই তার উত্থান ঘটবে (সুনানে বায়হাক্বী, হা/১৮৬৪২)।

তবে মুসলিম দেশে অমুসলিমরা যিম্মী হিসেবে থাকলে, তাদের ধর্মীয় অনুষ্ঠানের নিরাপত্তা দেওয়ার জন্য দায়িত্ব পালন করা যাবে।

প্রশ্নকারী : জাহাঙ্গীর আলম

গাইবান্ধা।


Magazine