কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৩) : একই মসজিদে একাধিকবার জুমআর জামাআত করা যাবে কি?

উত্তর : একই মসজিদে একাধিকবার জুমআর জামআত করা যাবে না। কেননা এ ব্যাপারে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছাহাবায়ে কেরাম ও তাবেঈগণের থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না। বরং এক মসজিদে একটিই জুমআর জামাআত হবে, আর সেই জামাআতেই শরীক হতে হবে। আর কেউ যদি এক রাকআতও না পায় তাহলে সে যোহরের ছালাত আদায় করবে। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি জুমআর এক রাকআত পেয়েছে সে যেন তার সাথে দ্বিতীয় রাকআত যোগ করে এবং যার দুই রাকআতই ছুটে গেছে সে যেন চার রাকআত আদায় করে অথবা সে যেন যোহরের ছালাত আদায় করে (দারাকুত্বনী, হা/১৬২০; ইবনু মাজাহ, হা/১১২১; ইবনু আবী শায়বাহ, হা/৫৩৩৫)।

প্রশ্নকারী : আনসার আলী

রংপুর।

Magazine