কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৬) : মীলাদুন্নবীকে কেন্দ্র করে ১২ রবিউল আওয়ালের দিন ছিয়াম রাখা যাবে কি?

উত্তর: না, ছিয়াম রাখা যাবে না। মিলাদুন্নবী এবং মিলাদুন্নবীকে কেন্দ্র করে ছিয়াম রাখাসহ যা কিছু করা হয় তার সবকিছুই বিদআত। কেননা, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্মদিন পালন করার রীতি ইসলামে নেই। যদি থাকতো, তাহলে নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার জীবদ্দশায় তা পালন করার আদেশ করে যেতেন এবং ছাহাবায়ে কেরাম তা আগ্রহ-উদ্দীপনা নিয়ে পালন করতেন। যেহেতু এর কোনো নযির ইসলামে নেই, সেহেতু তা একটি টাটকা বিদআত। শরীআত কর্তৃক নির্দেশিত পদ্ধতি বহির্ভূত কোনো আমল আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। মহান আল্লাহ বলেন, ‘আমি তাদের কর্মগুলোর প্রতি মনোনিবেশ করব, অতঃপর তা বিক্ষিপ্ত ধুলিকণায় পরিণত করব’ (আল-ফুরক্বান, ২৫/২৩)। আয়েশা রযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি এমন আমল করল যার প্রতি আমার কোনো নির্দেশনা নেই, তা পরিত্যাজ্য’ (ছহীহ মুসলিম, হা/১৭১৮; মুসনাদে আহমাদ, হা/২৫১৭১)।

প্রশ্নকারী : মুকাররাম বিল্লাহ

গাজীপুর।


Magazine