কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৮) : আমার বড় বোন দুইটি মেয়ে রেখে অনেক বছর আগে মারা গেছে। বোনের মেয়ে এখন সাবালিকা এবং দুই জনই বিবাহিতা। ওদের বাবা আবার বিবাহ করেছে। এখনওই বোনের মেয়েরা কি ওদের নানা বাড়ির সম্পত্তি পাবে?

উত্তর : তারা তাদের নানার বাড়ির সম্পদ ওয়ারিশ সূত্রে পাবে না। কারণ তারা আসহাবুল ফুরূযদের অন্তর্ভুক্ত নয়। তবে তাদের নানা তাদের জন্য অছিয়ত করলে তারা তাদের নানার বাড়ি হতে সম্পদ পাবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘উত্তরাধিকারের জন্য কোনো অছিয়ত নেই’ (আবূ দাঊদ, হা/২৮৭০; নাসাঈ, হা/৩৬৪১)। এই হাদীছে বুঝা যায় যে, নাতি-নাতনিদের জন্য অছিয়ত করা যাবে। কারণ তারা উত্তরাধিকারীদের অন্তর্ভুক্ত নয়। আর অছিয়তের সর্বোচ্চ সীমা হলো এক-তৃতীয়াংশ। সা‘দ ইবনু আবী ওয়াক্কাছের অসুস্থতার সময় নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে প্রবেশ করলে তিনি বললেন, ‘হে আল্লাহর রাসূল! আমি আমার পুরো সম্পদের ব্যাপারে অছিয়ত করতে পারি কি? তিনি বললেন, ‘না’। তিনি আবার বললেন, অর্ধেক। তিনি বললেন, ‘না’। আবার বললেন, এক-তৃতীয়াংশ। তিনি বললেন, ‘এক-তৃতীয়াংশ’। ‘আর এক-তৃতীয়াংশই তো অনেক’ (ছহীহ বুখারী, হা/১২৯৫; ছহীহ মুসলিম, হা/১৬২৮)।

প্রশ্নকারী : মো. মুখতার হোসেন।

মৌলভীবাজার।


Magazine