কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫০): আমি একজন শিক্ষক। গাইড কোম্পানি আমাদের মাঝেমধ্যে কিছু টাকা দেয়। ওই টাকা নেওয়া কি জায়েয হবে?

উত্তর: না, এই অর্থ গ্রহণ করা জায়েয নয়। কারণ এটি ঘুষ বা স্বার্থনির্ভর উপহার হিসেবে গণ্য হবে, যা শরীআত ও নৈতিক দৃষ্টিতে নিষিদ্ধ। যদি গাইড কোম্পানি এই টাকা দেয় এই শর্তে বা প্রত্যাশায় যে, শিক্ষকরা তাদের বই স্কুলে চালাবে; তাহলে এটা স্পষ্টতই ঘুষ, যা কুরআন ও হাদীছে কঠোরভাবে নিষিদ্ধ। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لَعَنَ اللهُ الرَّاشِيَ وَالمُرْتَشِيَ ‘আল্লাহ তাআলা ঘুষদাতা ও গ্রহীতাকে অভিসম্পাত করেছেন’ (আবূ দাঊদ, হা/৩৫৮০)। এটি ‘উপহার’ হলেও, তা দায়িত্বের কারণে নিষিদ্ধ। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, هَدَايَا العُمَّالِ غُلُولٌ ‘কর্মচারীদের উপহার গ্রহণ করা খেয়ানত’ (ছহীহ মুসলিম, হা/১৮৩২)। তাই একজন জনসেবার দায়িত্বশীল ব্যক্তি শিক্ষকের দায়িত্বের সুবাদে আসা উপহার গ্রহণ করা জায়েয নয়। এটা ধোঁকা ও ছাত্র-অভিভাবকদের সাথে প্রতারণা। এটা আমানতের খেয়ানত। সুতরাং এই টাকা নেওয়া থেকে বিরত থাকতে হবে।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক

পাঁচদোনা, নরসিংদী সদর, নরসিংদী।


Magazine