কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪০): দাড়ি রাখা ও টাখনুর নিচে কাপড় পরাসহ দ্বীনের অন্যান্য বিধান পালন করার জন্য অনেক পরিবারে অনেক সন্তান অবহেলিত। পিতামাতা তাদের ওপর সন্তুষ্ট নয়; বরং তাদের ওপর রাগান্বিত হয়ে থাকে। এক্ষেত্রে সেই সন্তানদের করণীয় কী?

উত্তর: পিতামাতার সাথে সদাচারণ করা জরুরী- যদিও তারা অমুসলিম হয় (লুক্বমান, ৩১/১৫; ছহীহ বুখারী, হা/২৬২০; ছহীহ মুসলিম, হা/১০০৩)। তবে শরীআত বিরোধী নির্দেশে তাদের আনুগত্য করা যাবে না। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘সৃষ্টিকর্তার অবাধ্যতায় সৃষ্টিজীবের কোনো আনুগত্য নেই’ (শারহুস সুন্নাহ, হা/২৪৫৫)। তাই তাদের সাথে সদাচারণ অব্যাহত রেখে তাদের সুমতির জন্য আল্লাহর কাছে দু‘আ করতে হবে।

প্রশ্নকারী : আব্দুল কায়্যুম

ঢাকা।

 

Magazine