উত্তর : মানসিক রোগ-ব্যাধি হতে পরিত্রাণের জন্য নিমেণর দু‘আটি সকাল-সন্ধ্যায় বেশি বেশি পাঠ করতে হবে। তাহল,
أَللهم إِنِّي أَعُوْذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَالْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْبُخْلِ وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নী আঊযুবিকা মিনাল হাম্মে ওয়াল হাযানে ওয়াল ‘আজঝে ওয়াল কাসালে ওয়াল জুবনে ওয়াল বুখলে ওয়া যালা‘ইদ দায়নে ওয়া গালাবাতির রিজালে। অর্থ : হে আল্লাহ! আমি আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করছি দুশ্চিন্তা ও দুঃখ-বেদনা হতে, অক্ষমতা ও অলসতা হতে, ভীরুতা ও কৃপণতা হতে এবং ঋণের বোঝা ও মানুষের যবরদস্তি হতে’ (ছহীহ বুখারী, হা/৬৩৬৯; ছহীহ মুসলিম, হা/২৭০৬; মিশকাত, হা/২৪৫৮)।
প্রশ্নকারী : হাফিয শিশির
জোতপাড়া, ঠাকুরগাঁও।