উত্তর : এ মর্মে কোনো ছহীহ হাদীছ বর্ণিত হয়নি। বরং এবিষয়ে কিছু বর্ণনা এসেছে যেগুলোর সবই যঈফ ও জাল (সিলসিলা যঈফা, হা/১২৪৮, ৩২৮২)। সুতরাং এধরনের গায়েবী বিষয় কুরআন ও ছহীহ হাদীছের দলীল ছাড়া কোনোভাবেই বিশ্বাস করা যাবে না।
প্রশ্নকারী : মাহফুজুর রহমান
শিবগঞ্জ, চাপাইনবাবগঞ্জ।