উত্তর: ভাড়াদাতা যামানত হিসেবে ভাড়াগ্রহীতা থেকে একটি অঙ্কের অর্থ গ্রহণ করে থাকে। ভাড়া-চুক্তি শেষে তা আবার ভাড়াগ্রহীতাকে ফেরত দিয়ে দিতে হয়, যাকে সিকিউরিটি মানি বলে। ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে যেহেতু বাকী ও নগদে পার্থক্য জায়েয, সেহেতু অতিরিক্ত সিকিউরিটি মানি গ্রহণের ক্ষেত্রে বাড়িভাড়া কমানো এক প্রকার ছাড়ের মতো। সেক্ষেত্রে উভয় পক্ষের সম্মতিতে তা করা হলে জায়েয। আল্লাহর বাণী, ‘তবে যদি তোমরা ব্যবসার ক্ষেত্রে পরস্পরে সন্তুষ্ট থাক’ (আন-নিসা, ৪/২৯)। আব্দুল্লাহ ইবনু আমরকে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যবাহিনী প্রস্তুত করার ব্যাপারে আদেশ করেন। এরপর উট শেষ হয়ে গেলে তিনি ছাদাকার উট হতে দুইটি উটের বিনিময়ে একটি উট গ্রহণ করেন (মুসতাদরাকে হাকেম, হা/২৩৪০)।
প্রশ্নকারী : আল-আমিন
কলসি দিঘির পাড়, ৩৮ নং ওয়ার্ড, চট্টগ্রাম।