কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪): যারা ছালাত, ছিয়ামসহ অন্যান্য ভালো কাজ করে, কিন্তু প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করে তাদের কী শাস্তি হবে?

উত্তর: প্রতিবেশীকে কষ্ট দেওয়ার পরিণাম অত্যন্ত ভয়াবহ। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহর কসম! ঐ ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম! ঐ ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম! ঐ ব্যক্তি মুমিন নয়, যার অনিষ্ট হতে তার প্রতিবেশী নিরাপদ নয়’ (ছহীহ বুখারী, হা/৬০১৬; ছহীহ মুসলিম, হা/৪৬)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ‘যে ব্যক্তির নিকট তার প্রতিবেশী নিরাপদ নয়, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না’ (ছহীহ মুসলিম, হা/৪৬)। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এক ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হলো, যে অধিক ছালাত, ছিয়াম ও যাকাত আদায় করে। কিন্তু যবান দ্বারা তার প্রতিবেশীকে কষ্ট দেয়। তার ব্যাপারে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘সে জাহান্নামী’ (মুসনাদে আহমাদ, হা/৯৬৭৫; সিলসিলা ছহীহা, হা/১৯০)। উক্ত হাদীছগুলোতে প্রতিবেশীকে কষ্ট দেওয়ার ভয়াবহতার কথা স্পষ্টভাবে প্রমাণিত হয়। তবে সেই ব্যক্তি ঈমানদার হলে চিরস্থায়ী জাহান্নামী হবে না।

প্রশ্নকারী : সোহেল রানা

ময়মনসিংহ।

 

Magazine