কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৬) : এস পি সি (SPC)-এর উপার্জন কি বৈধ? (এস পি সি (SPC)-হলো, প্রথমে ১০,০০০/=টাকা দিয়ে ১৩টি পণ্যের আইডি খোলা হয়। প্রত্যেক আইডিতে প্রতিদিন ৫টি করে পণ্যের ছবি সাবমিট করলে প্রতি আইডিতে ১০/=টাকা করে জমা হয়)। এতে লস বা ক্ষতির কোনো আশঙ্কা নেই।

উত্তর : এস পি সি (SPC World Express Ltd.) মূলত নতুন মোড়কে পূর্বের ডেসটিনি-২০০০ লিমিটেডের অনলাইন রূপ। বিভিন্ন কারণে এসব কোম্পানির কার্যক্রম জায়েয নয়। যেমন- ১. এতে এমন সব লোকেরা বিজ্ঞাপনগুলো দেখে থাকেন, যাদের উক্ত পণ্যটি কেনার কোনো ইচ্ছে নেই। বরং ক্রেতার কাছে উক্ত পণ্যটির চাহিদা দেখানোর জন্য ভিউ বেশি বুঝাতে ক্লিক করে ভিউ বাড়ানো হয়ে থাকে, যা মূলত ক্রেতার সাথে এক প্রকার প্রতারণা; যা জায়েয নয়। ২. এসব বিজ্ঞাপনে নারীদের ছবি প্রদর্শন হয়ে থাকে, যার প্রতি দৃষ্টি দেওয়ার কারণে চোখের যেনা হয়ে থাকে। ৩. এতে এমএলএম এর মতো নাজায়েয বিষয় শামিল আছে, যা অনেকগুলো কারণে নাজায়েয। যেমন- (ক) এতে কেউ কর্ম ছাড়াই পারিশ্রমিক পায়। (খ) কেউ কর্ম করেও পারিশ্রমিক পায় না। (গ) ধোঁকা ও প্রতারণার সুযোগ আছে। (ঘ) এক চুক্তিতে একাধিক চুক্তি শামিল। মূল কথা এমন ব্যবসায় বিভিন্ন স্তরে প্রতারণা রয়েছে। আর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, (সব ধরনের) প্রতারণা নিষিদ্ধ (মুসনাদে আহমাদ, হা/৭৪০৫)।

-রিয়াজউদ্দীন, মোমেনশাহী

ও সাদিকুল ইসলাম, বীরগঞ্জ, দিনাজপুর।


Magazine