উত্তর : অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করলে বিয়ে হবে না; বরং তাদের তিন মাসের পারস্পারিক সম্পর্ক ব্যভিচার বলে গণ্য হবে। যখন বিয়েই হয় নাই তখন তালাক আর ইদ্দতের কোনো প্রশ্নই হয় না। আবূ মূসা আল-আশআরী বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘ওয়ালি ছাড়া বিবাহ শুদ্ধ হবে না’ (আবূ দাঊদ, হা/২০৮৫; তিরমিযী, হা/১১০১)। আয়েশা রযিয়াল্লাহু আনহা বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে মহিলা তার ওয়ালির অনুমতি ব্যতীত বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তার বিবাহ বাতিল বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল…’ (তিরমিযী, হা/১১০২; মিশকাত, হা/৩১৩১)। সুতরাং বর্তমানে যেহেতু যেনার হদ বাস্তবায়ন করার কোনো ব্যবস্থা নেই, সেহেতু পূর্বের অপকর্মের জন্য আল্লাহর নিকট খালেছ অন্তরে তওবা করে প্রথম স্বামী থেকে তালাক নেওয়া ও ইদ্দত পালন করা ছাড়াই পরের (মেয়ে অভিভাবকের সম্মতিতে হয়ে থাকলে) বৈধ স্বামীর সাথে ঘর সংসার করতে পারে। এতে পূর্বের স্বামী থেকে তালাক নেওয়া বা ইদ্দত পালন করার কোনো প্রয়োজন নেই।
প্রশ্নকারী : রিজু আহমেদ
বিরল, দিনাজপুর।