কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪) : রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পৃষ্ঠদেশে যে মোহরে নবুঅত ছিল, সেটা কি কোনো চিহ্ন?

উত্তর : মোহরে নবুঅত হলো রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নবী হওয়ার সত্যতার প্রমাণ। এর আকৃতি ছহীহ মুসলিমে এসেছে, জাবের ইবনু সামুরা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি কাঁধের পাশে মোহর নবুঅত দেখেছি কবুতরের ডিমের সমান, যা শরীরের মতোই (ছহীহ মুসলিম, হা/২৩৪৪)। অপর বর্ণনায় এসেছে, আব্দুল্লাহ ইবনু সারজিস রাযিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–এর সাথে রুটি ও গোশত অথবা ছারীদ খেতে খেতে তাকে দেখেছি। ...এক পর্যায়ে আমি ঘুরতে ঘুরতে গিয়ে তার পিছনে দাঁড়িয়ে মোহরে নবুঅতের দিকে তাকালাম। দেখলাম তা রয়েছে দুই কাঁধের মাঝে, বাম কাঁধের একটু উপর দিকে। মুষ্টিবদ্ধ হাতের আঙ্গুলের ফুলে উঠা গোড়াগুলোর মতো উঁচু। তার চতুর্পাশ্বে ছিল ছোট ছোট তিল (ছহীহ মুসলিম, হা/২৩৪৬)। তিরমিযীর বর্ণনায় এসেছে, তাতে গুচ্ছ গুচ্ছ চুল ছিল (শামায়েলে তিরমিযী, হা/২০)। ফলকথা, মোহরে নবুঅত ছিল কবুতরের ডিমের আকৃতির গোশতের পিণ্ড, যা দেখতে শরীরের মতোই ছিল। তার চতুর্পাশ্বে ছোট ছোট তিল ছিল, সেগুলোতে গুচ্ছ গুচ্ছ চুল ছিল। ওয়াল্লাহু আ‘লাম।

প্রশ্নকারী : আবূ রায়হান

ভেলাজান, ঠাকুরগাঁও।


Magazine