উত্তর : ওযূ করার পর কোনো অঙ্গে নাপাকী লেগে থাকলে ওযূ ভঙ্গ হয় না। বরং তা ধুয়ে পরিষ্কার করাই যথেষ্ট হবে। আসমা রযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, জনৈকা মহিলা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে বললেন, (হে আল্লাহর রাসূল!) বলুন, আমাদের কারো কাপড়ে হায়েযের রক্ত লেগে গেলে সে কী করবে? তিনি বললেন, সে তা ঘষে ফেলবে, তারপর পানি দিয়ে রগড়াবে এবং ভালো করে ধুয়ে ফেলবে। অতঃপর সেই কাপড়ে ছালাত আদায় করবে। আবুস সামহ হতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘মেয়ে শিশুদের প্রস্রাব ধুতে হয়। আর ছেলে শিশুদের প্রস্রাবে পানি ছিটিয়ে দিলেই যথেষ্ট হয়’ (আবূ দাঊদ, হা/৩৭৬; নাসাঈ, হা/৩০৪; মিশকাত, হা/৫০২, সনদ ছহীহ)।
প্রশ্নকারী : আকীমুল ইসলাম
জোতপাড়া, ঠাকুরগাঁও।