কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৩) : আমরা যারা প্রেসে প্রিন্টিং এর কাজ করি আমাদের কাছে অনেক বিধর্মীদের বই আসে ছাপানোর জন্য অথবা বই তৈরি করে দেয়ার জন্য, যা দিয়ে তারা তাদের ধর্মের প্রচার করে। এখন আমাদের এই কাজগুলো করা কিউচিত হবে?

উত্তর : ইসলাম ব্যতীত অন্যান্য ধর্মগ্রন্থগুলোর কোনোটি আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া, যেমন- তাওরাত, ইঞ্জিল; আবার কোনোটি মানুষের নিজের থেকে রচনা করা। আল্লাহ তাআলা কখনোই মানুষের রচনা করা ধর্মগ্রন্থগুলোর অনুসরণ করার বৈধতা দেননি। পক্ষান্তরে অন্যান্য সকল আসমানী কিতাবও কুরআন নাযিল হওয়ার পরে রহিত হয়ে গেছে। তাছাড়া সেই কিতাবগুলো যেভাবে আল্লাহ তাআলা নাযিল করেছেন সেগুলোতে বিকৃতি করা হয়েছে, যা পবিত্র কুরআনে একাধিক আয়াতে বর্ণনা করা হয়েছে (আল-বাকারা, ২/৭৫, ৭৯; আন-নিসা, ৪/৪৬)। সুতরাং সেগুলোও আর আসল অবস্থাতে নেই। এক কথায়, ইসলাম ছাড়া অন্যান্য ধর্মের ধর্মগ্রন্থে রয়েছে বিকৃতি ও বিভ্রান্তি। আর সেগুলো প্রচারে সহযোগিতা করা মানে ভ্রষ্টতা প্রচারে সহযোগিতা করা, যা ইসলামে পরিপূর্ণভাবে নিষিদ্ধ। কেননা আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা নেকী ও তাক্বওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো, কিন্তু পাপ ও সীমালংঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)। সুতরাং বিধর্মীদের বই ছাপানো বা তাদের বই তৈরি করে দেওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে।

প্রশ্নকারী : মেহেদী হাসান

নীলক্ষেত, ঢাকা।


Magazine