কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৩) : জনৈক ব্য‌ক্তির বিবা‌হের সময় না বুঝার কার‌ণে সা‌ধ্যের চে‌য়ে অনেক বে‌শি মোহরানা ধার্য করে। আজও তি‌নি ওই মোহরানা প‌রি‌শোধ কর‌তে পা‌রেননি। এখন স্বামী-স্ত্রীর সম্ম‌তিতে উক্ত মোহরানার প‌রিমাণ কম করা যাবে কি? যা‌তে স্বামী তা প‌রিশোধ কর‌তে সক্ষম হয়।

উত্তরবিবাহের ক্ষেত্রে অল্প মোহরানা ধার্য করাই উত্তম (মুসতাদরাকে হাকেম, হা/২৭৪২; সুনানুল কুবরা, হা/১৪৩৩২)। তবে কেউ যদি না বুঝার কারণে বিবাহতে বেশি মোহরানা ধার্য করে ফেলে এবং তা পরিশোধ করতে সক্ষম না হয়। এমন ক্ষেত্রে তার স্ত্রী যদি সন্তুষ্টচিত্তে তার মহর কমাতে রাযি হয় তাহলে, এতে কোনো সমস্যা নেই। আল্লাহ বলেন, ‘...তোমাদের জন্য নিষিদ্ধ নারীদের ছাড়া অন্যান্য সকল নারীদেরকে মোহরের অর্থের বদলে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাওয়া তোমাদের জন্য বৈধ করা হয়েছে, অবৈধ যৌন সম্পর্কের জন্য নয়। অতঃপর তাদের মধ্যে যাদের তোমরা সম্ভোগ করেছো, তাদেরকে তাদের ধার্যকৃত মোহর প্রদান কর। তোমাদের প্রতি কোনো গুনাহ নেই মোহর ধার্যের পরও তোমরা উভয়ের সম্মতির ভিত্তিতে মোহরের পরিমাণে হেরফের করলে, নিশ্চয় আল্লাহ সবিশেষ পরিজ্ঞাত ও পরম কুশলী’ (আন-নিসা, ৪/২৪)।

 প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।


Magazine