উত্তর: এ সকল কর্মকাণ্ড থেকে ফিরে আসা সম্ভব হলে চাকরি করা যাবে, নচেৎ যাবে না। মহান আল্লাহ বলেন, ‘আল্লাহ ব্যবসাকে হালাল ও সূদকে হারাম করেছেন’ (আল-বাকারা, ২/২৭৫)। আব্দুল্লাহ ইবনু আমর রাযিয়াল্লাহু আনহু বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষদাতা ও গ্রহীতা উভয়ের উপর লা‘নত করেছেন (মুসনাদে আহমাদ, হা/৬৮৩; সুনানে ইবনু মাজাহ, হা/২৩১৩)। সুতরাং ফিরে আসা সম্ভব না হলে হালাল বিজনেস বা অন্য কোনো হালাল উপায়ে উপার্জন করতে হবে। মহান আল্লাহ বলেন, ‘যখন ছালাত আদায় শেষ হবে, তখন তোমরা যমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর রিযিক তালাশ করো’ (আল-জুমুআহ, ৬২/১০)।
আব্দুল্লাহ মুরাদ
জামালপুর সদর।
 
                             
                        
 
        
    