উত্তর: এরকম অপ্রয়োজনীয় ছবি, মূর্তি থাকলে তা ভেঙে ফেলতে হবে বা ছিঁড়ে ফেলতে হবে। মৃত বা জীবিত মানুষের ছবি সংরক্ষণ করা হারাম এবং তা সংরক্ষণ করলে গুনাহ হবে। ইবনু মাসঊদ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, ‘কিয়ামতের দিন ছবি বা মূর্তি নির্মাতাদের সর্বাধিক কঠিন শাস্তি হবে’ (ছহীহ বুখারী, হা/৫৯৫০; ছহীহ মুসলিম, হা/২১০৯)। ইবনু উমার রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘এসব ছবি নির্মাতাদের কিয়ামতের দিন শাস্তি দেওয়া হবে। তাদেরকে বলা হবে, যা তোমরা সৃষ্টি করেছ, তাকে জীবিত করো’ (ছহীহ বুখারী, হা/৭৫৫৮; ছহীহ মুসলিম, হা/২১০৮)।
প্রশ্নকারী : সাদেক হোসেন
হোসেনপুর, কিশোরগঞ্জ, ঢাকা।